Monday , July 26 2021
Breaking News
Home / হোম / অসহায় বৃদ্ধ মুনাফ মালের পাশে সাবেক ছাত্রনেতা নুরুল আজিম বাবর

অসহায় বৃদ্ধ মুনাফ মালের পাশে সাবেক ছাত্রনেতা নুরুল আজিম বাবর

 

ডালিম কুমার দাস টিটু ঃ বাদাম বিক্রেতা মুনাফ মাল। বয়সের ভারে এখন আর বাদামও বিক্রি করতে পারেননা । ধারে ধারে ভিক্ষা করে চলছে বৃদ্ধ মুনাফ মাল (৭০) ও স্ত্রী ফয়েজের নেছার (৬০) সংসার। বৃদ্ধ মুনাফ মালের বাড়ি ছিলো ভোলা জেলায়। সেখানে নদী তার বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে যায়। পরে সেখান থেকে  লক্ষ্মীপুর  সদর উপজেলার শাকচর ৮নং ওয়ার্ডের মালেগো বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন। মুনাফ মালের একটি মাত্র ছেলে। দুই বছর আগে ছেলেটিও তাদের ছেড়ে চলে যায়।  সারাদেশে কঠোর লকডাউন , বৃদ্ধ মুনাফ মাল (৭০) গত একমাস যাবত অসুস্থ । ঘরে  খাবার নেই।  অসুস্থ শরীর নিয়ে লক্ষ্মীপুর বাজারে ভিক্ষা করছেন । গত ১০ জুলাই দৈনিক মুক্ত বাঙালি পত্রিকায় এমন সংবাদ প্রকাশের পর তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর। রবিবার সকালে অসুস্থ মুনাফ মালের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন তার বাড়িতে।নুরুল আজিম বাবর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির যুগ্ম আহবায়ক। দুঃসময়ের আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। মিথ্যে মামলার শিকার হয়ে জীবনের স্বর্ণালী সময় কেটে যায় জেলে। আগের মতই এখনো মানুষ মানবতার প্রতি তার রয়েছে যথেষ্ট মন । তাইতো ছুটে গেলেন মুনাফ মালের বাড়ি। তার হাতে তুলে দেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।খাদ্যসামগ্রী পেয়ে অসুস্থ মুনাফ মাল বলেন, এক সময় বাদাম বিক্রি করতাম। কিন্তু বয়স হওয়ায় এখন কিছু করতে পারি না। দীর্ঘ  এক মাস অসুস্থ ছিলাম। ঘরে খাবার নেই। কেউ খবর নেয়না আপনাদের সহযোগিতা আমি খুব খুশি।এসময় সঙ্গে ছিলেন, মেঘ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহাদ বিন বেলায়েত, দৈনিক মুক্ত বাঙালি পত্রিকার বার্তা সম্পাদক রাজীব হোসেন রাজু।সৈয়দ নুরুল আজিম বাবর বলেন, দৈনিক মুক্ত বাঙালি পত্রিকা সংবাদটা দেখে খুবই খারাপ লাগছে। সংবাদটি দেখে বিকালেই বাজার করে রাখি। আজ সকালে তাকে খাদ্যসামগ্রী দিতে পেরে নিজের কাজেই ভালো লাগছে। সরাসরি বৃদ্ধ মুনাফ মালকে দেখে খুব মায়া হয়েছে। আল্লাহ তাদের ভালো রাখুক। এছাড়াও অসহায়দের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের আহবান জানান। এবং সেই সাথে নিজের যতটুকু সামর্থ্য আছে তার থেকে অসহায়দের সাহায্য করারও আশ্বাস দেন ।

Check Also

লক্ষ্মীপুরে করোনা সংক্রমন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন

বিশেষ প্রতিনিধি:লক্ষ্মীপুরে করোনা সংক্রমন ঠেকাতে কঠোর অবস্থানে আছে ।  ঈদের পর শুরু হওয়া লকডাউনের  ২য় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: