আজ “বঙ্গবন্ধু” উপাধির ৫০ বছর।

আজ থেকে ৫০ বছর আগে, আজকের এই দিনে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন শেখ মুজিবুর রহমান।

 

কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসভার আয়োজন করে।

লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।

উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

তথ্যসুত্রঃ 1971: Genocide-Torture Archive & Museum

 

how do you feel about this website ?

%d bloggers like this: