নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে কুমিল্লার রাজশ্রী দাস রাই

ডালিম কুমার দাস টিটু ঃ আন্ত প্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে কুমিল্লার রাজশ্রী দাস রাই । এর আগে সে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয় । জেলা পর্যায়েও প্রথম হয়েছে এই প্রতিযোগী। হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিভাগীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এই ছোট্ট মেয়েটি।

রাজশ্রী দাশ রাইয়ের চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তার নৃত্য শিক্ষালয় লতিকা নৃত্যালয়ের শিক্ষাগুরু শুভ দাশ । রাজশ্রী দাস রাই বয়স ৮ বছর । জন্মগ্রহন করেছেন কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে । বাবার নাম প্রবীর কুমার দাশ , এবং মায়ের নাম তিথি দাশ । বাবা প্রবীর কুমার চাকরি করেন বাংলাদেশ পুলিশের টি আই প্রশাসনে । চাকরির সুবাধে বাবাকে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় । দুই সন্তানের মধ্যে রাই ছোট ।

মা বাবার অত্যান্ত আদরের রাই ছোট বেলা থেকে নাচের প্রতি আগ্রহ । তাইতো রাইয়ের ইচ্ছায় তাকে নাচের স্কুলে ভর্তি করে তারা। রাইও মনযোগী হয়ে নাচকে নিজের অস্তিত্বে ধারন করে । আজ ছোট্ট রাই মা বাবার মুখ উজ্জ¦ল করে বিভাগীয়ভাবে চ্যাম্পিয়ন হয়। বাবা প্রবীর কুমার দাশ এবং মা তিথি দাশ দেশবাসীর কাছে তাদের মেয়ের জন্য আশির্বাদ চেয়েছেন । মেয়ের এমন গৌরব অর্জন করায় বাবার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক সন্তানের ভালো কিছুতে বাবা মায়ের আনন্দ থাকবে এটাই স্বাভাবিক । তবে আমরা আমাদের মেয়ের বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়াতে আমরা অনেক আনন্দিত ।

সে যেন জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়নের গৌরব অর্জন করতে পারে আপনারা আশির্বাদ করবেন। আগামী দিনগুলুতে আরো ভালো করার পাশাপাশি জাতীয় পর্যায়েও যেন সে চ্যাম্পিয়ন হতে পারে দেশবাসীর কাছে আশির্বাদ চেয়েছেন তিনি । রাজশ্রী দাশ রাই আগামী দিনগুলুতে আরো ভালো করার পাশাপাশি নিজেকে একজন আত্মশুদ্ধ এবং মানবিক মানুষ হিসেবে তৈরি করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা রাইয়ের শুভাকাঙ্খিদের।

how do you feel about this website ?

%d bloggers like this: