নিজস্ব প্রতিবেদক ঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলালের বাড়িতে উপস্থিত হলেন,সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠুর তিন সন্তান । অল্পবয়সে এতিম হয়েছে এই ছোট ছোট বাচ্চাগুলো । বাবা মানে বটবৃক্ষ সেই বটবৃক্ষ আজ মাথার উপর থেকে হারিয়ে গেছে । ভাগ্যের নির্মম পরিহাসকেতো মেনে নিতে হবে । ঠিক এমনি সময় একজন অভিবাবক হিসেবে পাশে দাঁড়িয়েছেন যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন ভিপি হেলাল । ভালোবাসা দিয়ে ওদের আগলে রেখেছেন মায়ার বাঁধনে । একসময় এই মিঠুর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামীলীগের আন্দালন সংগ্রামে ছিলেন রাজপথে । সেই মিঠু আজ নেই ,কিন্তু সবাই মেনে নিলেও মেনে নিতে পারছেননা ভিপি হেলাল । রিদয়ের রক্তক্ষরনতো আর কাউকে দেখানো যায়না । তাইতো ঈদের দিন এতিম বাচ্চাগুলো নাস্তা নিয়ে এই নেতার বাসায় হাজির হন । প্রথমে যদিও তিনি অবাক হন পরে তিন সন্তানকে কাছে টেনে একসাথে বসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন।
মেজবাহ উদ্দিন ভিপি হেলাল বলেন ,ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠুর অসহায় পরিবারের এতিম বাচ্চা তানভীর তারিন ও ছোট্ট অবুঝ তাহমিনা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সকালের নাশতা নিয়ে আসেন আমার জন্য,পরম তৃপ্তি আর খুশীতে ভাগাভাগি করে নিলাম । এসময় তিন এতিম বাচ্চার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে ।