এম আর পি (MRP) ই- পাসপোর্ট রিনিউ -সংশোধন বিভিন্ন প্রশ্ন [?] উত্তর।

mrp passport renewal bangladesh

নতুন পাসপোর্ট পেতে অনেকদিন ধরেই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা। দেশে ই-পাসপোর্ট চালু হবার পর থেকে সরকারী ভাবে এম আর পি পাসপোর্ট নিরুৎসাহিত করছে এবং ই-পাসপোর্টের জন্য উৎসাহিত করা হচ্ছে।

 

এখানে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর –

 

এম আর পি পাসপোর্ট কবে চালু হবে ?

 

হাতে লেখা পাসপোর্ট থেকে এম আর পি বা মেশিন রিডেবল পাসপোর্ট চালু হয়েছিলো ২০১০ সালে । মেশিন রিডেবল পাসপোর্ট  বা এম আর পি পাসপোর্ট ডাটাবেইজে ১০ আঙ্গুলের ছাপ সংরক্ষনের ব্যবস্থা না থাকায় এক ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট করার ঘটনা দেখা যায়। যার পরিপ্রেক্ষিতে নাগরিক ভোগান্তি কমাতে এবং একজনের নামে একাধিক পাসপোর্ট করার প্রবণতা বন্ধ করতে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু হয় ।

তবে MRP পাসপোর্ট এখনো  চালু রয়েছে। যদিও পাসপোর্ট পেতে দেরি  হচ্ছে ।

 

 

এম আর পি পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২২ কি?

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করতে আবেদনকারীকে স্ব-শরীরে পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা-দেয়া, ছবিতোলা, আঙ্গুলেরছাপ ও স্বাক্ষর প্রদান করতে হয়। পাসপোর্ট আবেদন এবং রিনিউ আবেদন করার জন্য পাসপোর্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয় ।

 

এম আর পি পাসপোর্ট ফি কত ?

সাধারণ ফিস (২১ দিন) ৩৪৫০ টাকা। জরুরি ফিস (৭ দিন) ৬৯০০ টাকা
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে কোন প্রকার অতিরিক্ত ফিস লাগে না ।

 

 

এম আর পি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট ?

আপনার যদি ইতিমধ্যে এমআরপি থাকে তবে https://www.epassport.gov.bd/landing এই লিংকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে । এমআরপি থেকে প্রাপ্ত ডেটার কোনও “অটো ফিল-ইন” নেই।
আপনার যদি এমআরপি থেকে থাকে তবে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন পড়বে না।

 

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কত টাকা লাগে ?
আপনার যদি এমআরপি থেকে থাকে তবে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন পড়বে না। এছাড়া পুলিশ ভেরিফিকেশনের জন্য কোন টাকা লাগে না ।

পাসপোর্ট সংশোধন জন্ম তারিখ ?
পাসপোর্ট-এ নিজের নাম/পিতার নাম/মাতার নাম বা জন্ম তারিখ-এ কোন প্রকার পরিবর্তন করা যায় না । যদি তথ্য ভুল থাকে সেক্ষেত্রে সকল কাগজ পত্র নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে ।

 

জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রের সঙ্গে বর্তমান পাসপোর্টের তথ্য মিল থাকতে হবে?
জন্ম নিবন্ধন বা জাতিয় পরিচয় পত্রের সঙ্গে বর্তমান পাসপোর্টের তথ্য মিল থাকা আবশ্যক ও বাঞ্ছনীয়।

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ?
১৫ থাকে ২১ কর্ম-দিবস। জরুরী হলে ২ থকে ৭ কর্ম-দিবসে পাওয়া যায়।

 

বাংলাদেশ পাসপোর্ট চেক কিভাবে করে ?

এম আর পি পাসপোর্ট চেক করুন এখানে   ক্লিক 
ই- পাসপোর্ট চেক করুন এখানে  ক্লিক 

পাসপোর্ট বয়স কমানোর উপায় ?

পাসপোর্ট-এ নিজের নাম/পিতার নাম/মাতার নাম বা জন্ম তারিখ-এ কোন প্রকার পরিবর্তন করা যায় না । যদি তথ্য ভুল থাকে সেক্ষেত্রে সকল কাগজ পত্র নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে ।

পাসপোর্টের মেয়াদ শেষ হলে করনীয় কি?
পাসপোর্টের মেয়াদ না থাকলেও নতুন পাসপোর্ট-এর জন্য আবেদন করা যাবে। তবে মেয়াদ উত্তীর্ণের ছয় মাস আগে নতুন পাসপোর্ট-এর জন্য আবেদন করা উত্তম।

 

নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয়?

১. অনলাইনে পূরণকৃত আবেদন পত্র ।
২. বর্তমান পাসপোর্ট এবং বর্তমান পাসপোর্টের ফটোকপি ।
৩. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন ।
৪. পাসপোর্ট সাইজ ফটো ১ কপি এবং পাসপোর্ট ফি রসিদ ।

 

 

এম আর পি নতুন পাসপোর্ট / পাসপোর্ট রি-ইস্যু করার ফর্ম কোথায় পাওয়া যাবে?

পাসপোর্ট করার ফর্ম ডাউনলোড করা যাবে। //dip.gov.bd/ ওয়েবসাইট থেকে ।

 

 

ই-পাসপোর্ট ফি?

৫ বছর মেয়াদি ৪৮পাতা নিয়মিত (১৫ কর্ম-দিবস ) = ৪০২৫ টাকা। (৭ কর্ম-দিবস ) = ৬৩২৫ টাকা। অতি জরুরী ( ২ কর্ম-দিবস ) = ৮৬২৫ টাকা।

১০ বছর মেয়াদি ৪৮পাতা নিয়মিত (১৫ কর্ম-দিবস ) = ৫৭৫০ টাকা। (৭ কর্ম-দিবস ) = ৮০৫০ টাকা। অতি জরুরী ( ২ কর্ম-দিবস ) = ১০৩৫০ টাকা।

৫ বছর মেয়াদি ৬৪ পাতা নিয়মিত (১৫ কর্ম-দিবস ) = ৬৩২৫ টাকা। (৭ কর্ম-দিবস ) = ৮৩২৫ টাকা। অতি জরুরী ( ২ কর্ম-দিবস ) = ১২০৭৫ টাকা।

১০ বছর মেয়াদি ৬৪পাতা নিয়মিত (১৫ কর্ম-দিবস ) = ৮০৫০ টাকা। (৭ কর্ম-দিবস ) = ১০৩৫০ টাকা। অতি জরুরী ( ২ কর্ম-দিবস ) = ১৩৮০০ টাকা।

 

মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) ফি

 

সাধারণ ফিস (২১ দিন) ৩৪৫০ টাকা। জরুরি ফিস (৭ দিন) ৬৯০০ টাকা
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত ফিস (মেয়াদ পরবর্তী প্রতি বছরের জন্য) সাধারণ ফিস ৩৪৫ টাকা।

কোন কোন ব্যাংকে পাসপোর্ট ফি জমা দেওয়া যায় ?
সোনালী ব্যাংকের পাশাপাশি আরও ৫টি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। ওয়ান ব্যাংক , ট্রাস্ট ব্যাংক ,ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক।

 

প্রবাসের আরো খবর পেতে পড়ুন প্রবাসী পাতা  c l i c k 

 

how do you feel about this website ?

%d bloggers like this: