কমলনগরে শিক্ষক সমিতির কমিটি গঠন , আহ্বায়ক মিজানুর রহমান মানিক

ডালিম কুমার দাস টিটু ঃ   রোববার স্থানীয় তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাবেক সভাপতি একেএম জাহেদ বিল্লাহর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মানিককে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্য সদস্যরা হলেন যথাক্রমে মোঃ নুরুল আলম, আবদুস সহীদ, ফিরোজ আলম সুমন ও দেলোয়ার হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লকিয়ত উল্লাহ পাটোয়ারী, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ আবু জাকের, মোহাম্মদ নুরুল আমিন, কামাল উদ্দিন আহমেদ বাহার, মোঃ জসিম উদ্দিন, মাহমুদুর রহমান বেলায়েত, মোঃ শাহাব উদ্দিন, মোঃ ইসমাইল, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াদুদ প্রমুখ।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোঃ নুর নবী, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, কমলনগর প্রেসক্লাব উপদেষ্টা পরিষদ সদস্য বেলাল হোসেন জুয়েল, সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, রামগতি সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আমানত উল্লাহ, মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উল্লাহ, আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ আবদুর রহমান, লক্ষ্মীপুর সদর শিক্ষক সমিতি পক্ষ থেকে তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি ডাঃ হারুনুর রশীদ, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান নেতৃবৃন্দ।

how do you feel about this website ?

%d bloggers like this: