নিজস্ব প্রতিবেদক ঃ আসছে আগামী ২৯ শে জানুয়ারী কমলনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘীরে সাজ সাজ রব। উপজেলাবাসী তাকিয়ে আছেন কে হচ্ছেন আগামী দিনের উপজেলা আওয়ামীলীগের কর্ণধার । তবে তৃণমূল আওয়ামীলীগের একটাই চাওয়া প্রবীণ , ত্যাগী এবং সক্রিয় আওয়ামীলীগাররা যেন নেতৃত্বে আসে। তাহলে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া দলটি শক্তিশালী হবে। তেমনি একজন মুক্তিযোদ্ধা সফিক উল্যাহ(বাংলা নেতা) , দলের জন্য যিনি অনেক শ্রম-ঘাম এবং ত্যাগ শিকার করেছেন । মুজিবের আদর্শকে টিকিয়ে রাখতে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন এই প্রবীণ নেতা। বিভিন্ন রকম মামলা হামলার শিকার হতে হয়েছে তাকে। মিথ্যে মামলার আসামী হয়ে কয়েকবার কারাবরণ করতে হয়েছে তাকে। ১৯৮১ সাল , ১৯৮৭ সাল ,১৯৮৮ সাল , ২০০১ সাল এবং সর্বশেষ ২০১৪ সালে অনেকগুলো মিথ্যে মামলার শিকার হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বাংলানেতা । এছাড়াও গত ইউপি নির্বাচনে চর কাদিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়ে দলীয় প্রতীকের জন্য চেষ্টা করেছেন কিন্তু নিজের সততাকে বিলিয়ে না দিয়ে অর্থের কাছে হার মানতে হয়েছে তাকে। তবুও মুজিবের আদর্শ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিতীকে অনুসরণ করে নৌকার পক্ষে ভোট করেন । আগামী ২৯ শে জানুয়ারী কমলনগর উপজেলা সম্মেলনে তিনি সভাপতি পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া চেয়েছেন । কোন যোগ্যতাতে তিনি সভাপতি পদের যোগ্য ? কারন সফিক উল্যাহ (বাংলা নেতা) ১৯৭১ সালে পাকিস্তানী শাসকগোষ্ঠী ও দেশ বিরোধী শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেন । মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বর্তমান উপজেলা শীর্ষ পদের যোগ্যতা রাখে । ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জেলা কৃষকলীগের দায়িত্ব পালন করেন । এরপর দীর্ঘ ১৫ বছর সম্মানের সহিত বৃহত্তর রামগতি উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । সদস্য হিসেবে বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি কমলনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সামাজিকভাবে রয়েছে তার বিশেষ খ্যাতি এবং জনপ্রিয়তা । নিজ ইউনিয়নে বিভিন্ন সংগঠনের দায়িত্বে রয়েছেন এই প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব । তিনি দীর্ঘ ৫ বছর সদস্য হিসেবে জেলা ভূমি বন্টন কমিটিতে দায়িত্ব পালন করেন। ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর তিনি একজন প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক । দীর্ঘ ২০ বছর ফজুমিয়ার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৫ বছরের সাধারণ সস্পাদক হিসেবে ফজুমিয়ার হাট জামে মসজিদে দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এছাড়াও ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকাস্বরুপ চর-কাদিরা ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রার্থীদের তালিকায় জননেত্রী শেখ হাসিনার মনোয়ন বোর্ডে এই বাংলা নেতার নামও প্রস্তাব করা হয় । এছাড়াও বিভিন্নরকম অঙ্গসংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন । সফিক উল্যাহর পরিবারটি একটি আওয়ামী পরিবার । তার সন্তানদেরও তিনি মুজিবের আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলেছেন । একসময় এই অঞ্চলে আওয়ামীশুণ্য ছিলো সফিক উল্যাহদের মত নেতাদের অক্লান্ত পরিশ্রমে আজ কমলনগর আওয়ামীর ঘাঁটিতে রুপ নিয়েছে । তাই তৃণমুল নেতাদের ধারনা আগামী ২৯ শে জানুয়ারী কমলনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে কমলনগর আওয়ামীলীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এবং নতুন প্রজন্মের মাঝে মুজিবের আদর্শকে ছড়িয়ে দিতে সফিক উল্যাহ বাংলা নেতাদের নেতৃত্বে আনা এখন সময়ের দাবি।