লক্ষ্মীপুরে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন যুবলীগ নেতা শেখ জামান রিপন

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে হতদরিদ্র তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মোঙ্গলবার সন্ধ্যা পৌরসভার ঝুমুর হল সংলগ্ন এলাকায় বিভিন্ন রিকশা, ভ্যান , অটোরিকশা এবং রাস্তার পাশে থাকা অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেন যুবলীগ নেতা এড. শেখ জামান রিপন ।

শীত শেষ এমনটাই চিন্তাভাবনা করে শীতবস্ত্র ব্যবহার এবং বিতরণ বন্ধ করলেও হঠাৎ প্রচন্ড শীতে আবারো সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে দূর্ভোগ । কিন্তু থেমে থাকেননি একজন মানবতার ফেরিওয়ালা গরিবের বন্ধু ক্লিন ইমেজের সাবেক ছাত্র নেতা বর্তমান জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এড. শেখ জামান রিপন ।

নিজের ব্যাক্তিগত অর্থায়নে সাধারণ মানুষকে সহযোগিতা অব্যাহত রেখেছেন । এছাড়াও কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দারিদ্র্য বিমোচনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যুবলীগ নেতা । আগামীদিনগুলোতেও মানবতার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা জন্টু দেবনাথ , কবির হোসেন রিপনসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

how do you feel about this website ?

%d bloggers like this: