করোনাকালীন নিজ ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান তফাজ্জল হোসেন চৌধুরীর ঈদ শুভেচ্ছা

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ  লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়ন এর  সর্বস্তরেরর জনগনকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু’র পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আযহার ।  ত্যাগের মহিমা উদ্ভাসিত হোক সবার জীবন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী, ঈদের খুশী ছড়িয়ে পড়ুক প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে । ঈদের খুশি  সবার জীবনে  পূণর্তা দান করার প্রয়াসে শত্রতা ভুলে মিত্রতার বন্ধনে চলতে আগামীর পথ । পবিত্র ঈদুল আযহা সবার জীবনে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি  বয়ে আনে।  চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৗধুরী টিটু বলেন, করোনার মাঝে সবাই মাস্ক পরে ঈদের নামাজ পড়তে যাবেন । বিনা প্রয়োজনে ঘর থেকে কেউই বের হবেননা, অতি প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে, করোনার এই ক্রান্তিলগ্নে সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, এ সময়ে এটাই সবাইর কাছে আমার প্রত্যাশা । প্রসংগত করোনা মহামারি শুরু থেকে তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু সরকারের পাশাপাশি নিজের ব্যাক্তিগত উদ্যেগে  অসহায় গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন । করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও তার ব্যাতিক্রম হয়নি । আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

how do you feel about this website ?

%d bloggers like this: