নিজস্ব প্রতিবেদক ঃ নিজ ইউনিয়ন ১৮ নং কুশাখালি ইউনিয়নের সর্বস্তরের জনগনকে সচেতন করতে মাঠে কাজ করছেন চেয়ারম্যান নুরুল আমিন । জুম্আর দিন মসজিদে সবাইকে সাস্থবিধি মেনে চলাফেরা করতে নির্দেশনা দেন তিনি । নিজের উদ্যেগে হ্যান্ড সেনিটারিজ , মাক্স সহ বিভিন্ন রকম সাস্থ্য উপকরণ এলাকাবাসীর মাঝে বিতরণ করেন । ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সবাইকে করোনা মহামারি সম্পর্কে সচেতনতামুলক দিকনির্দেশনা দেন । বতর্মান করোনা মহামারীর এই সংকটকালে সরকারের নির্দেশনা অনুযায়ি সাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।তিনি আরো বলেন বর্তমানে আমরা কঠিন একটা সময় পার করছি।তাই আমরা হাটে বাজারে, দোকান পাটে অযথা ঘুরাঘুরি না করে কোথাও দলবদ্ধভাবে বা একত্রে না থেকে ঘরে থাকুন এবং বের হবার সময় অবশ্য সকলে মাস্ক ব্যবহার করবেন।
করোনা মোহামারি মোকাবেলা নিজ ইউনিয়ন কুশাখালি জনগনকে সচেতন করতে কাজ করছেন চেয়ারম্যান নুরুল আমিন
