এবার লাইভে এসে কুরআন শরিফ ছিঁড়ে চরম অবমাননা করেন সেফুদা । তার পুরো নাম সেফাতুল্লা হলেও সেফুদা নামে তিনি বেশ পরিচিত। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন এই প্রবাসী বাংলাদেশি।
তেমনই বরাবরের মতো বুধবারের নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন সেফাতুল্লা। সেখানে কথা বলেন সাফা কবিরের ইস্যুতে। লাইভে তিনি সাফা কবিরের বিপক্ষে কথা বলেছেন এমন, বিশেষ করে মুসলমানদের গালি গালাজ করেন।
লাইভ চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে ছিঁড়ে পেলেন এবং তা টয়লেটে নিক্ষেপ করেন।
সেফুদা তাছলিমা নাসরিনকে দেশ ছাড়ার জন্য প্রতিবাদ করেন। হুমায়ূন আজাদ, অনন্য আজাদ, শাহরিয়ার কবির তাদের নিয়েও কথা বলেন।
এছাড়া সেফাতুল্লাকে শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে অশ্রবণীয় ভাষায় গালি দেন।
সেফাতুল্লা তার লাইভ শেষ দিকে এসে বলেন, তোরা যদি আবার সাফাকে গালি দিস তবে একই কাজ আবার করবো।
ভিডিও দেখুন