ডালিম কুমার দাস টিটু ঃ ১৮ নং কুশাখালি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিননিজের ইউনিয়নের জনগনকে সচেতন করার লক্ষে ঝুঁকি নিয়েও মাঠে কাজ করছেন । এসময় দেখা গেছে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে গ্রামের মানুষকে সচেতন করছেন । এলকার জনগনের কথা ভেবে প্রায় ২৫ হাজার টাকার মাক্স সংগ্রহ করেন । এবং তা নিজে থেকে বিতরণ কেরেন । মাক্স ছাড়া কাউকে বাজারে বা রাস্তায় আসতে দেননা । চেয়ারম্যান নুরুল আমিনের এমন মহতি উদ্যেগের প্রশংসা যোগ্য । সম্প্রতি কুশাখালী ইউনিয়নের পুকুর দিয়া বাজারে ও পুরাতন দাশের হাটে মাস্ক বিতরণ কার্যক্রম দীর্ঘ সময় ধরে চতিনি করেছেন । এবং এই মাস্ক বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছেন কুশাখালী ব্লাড ব্যাংকের প্রায় ৫ /৬ জন সদস্য সহ ইউনিয়ন পরিষদের চৌকিদারগণ ও দফাদার।।করোনার ভয়াবহতায় এলাকার মানুষের লক্ষে বিভিন্ন ভাবে কাজ করছেন তিনি । তাইতো এলাক বাসীকে সচেতন ও নিরাপদ রাখার জন্য তার ব্যাক্তিগত অর্থায়নে ১০’০০০ হাজার মাস্ক বিতরণের উদ্যেগ নেন । এবং করোনাকালীন এই বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান। বতর্মান করোনা মহামারীর এই সংকটময়কালে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।
তাই হাটে বাজারে, দোকান পাটে অযথা ঘুরাঘুরি না করে কোথাও দলবদ্ধভাবে বা একত্রে না থাকার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।
কুশাখালি ইউনিয়নে নিজ অর্থায়নে চেয়ারম্যান নুরুল আমিনের ১০ হাজার মাক্স বিতরণ
