ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুরে ১৮ নং কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের উদ্যেগে বিভিন্ন মসজিদে মসজিদে সাস্থ্য সুরক্ষা সাগ্রী বিতরণ করা হয় । করোনা মোহামারি থেকে জনগনকে সাস্থ্য সচেতন করতে মরিয়া হয়ে কাজ করছেন চেয়ারম্যান নুরুল আমিন । সম্প্রতি পথচারিদের মাঝে মাক্স বিতরণ , মসজিদে মসজিদে সবাইকে উদ্ভুদ্ধ করতে এবং করোনা মোহামারি থেকে সচেতন করতে কাজ করছেন তিনি । এরই মাঝে প্রধানমন্ত্রীর উপহার এবং নিজ থেকে সামর্থ্য অনুযায়ী এসহায়দের পাশে থেকে কাজ করছেন চেয়ারম্যান নুরুল আমিন । মঙ্গলবার সকালে মধ্য গোরারবাগ জামে মসজিদ এবং হুমায়ন কবির এবং দক্ষিন গোরার বাগ জামে মসজিদের জন্য হুমায়ন কবির এবং ওহিদুল আলমের হাতে সাস্থ্য সুরক্ষা সামগ্রী (হ্যান্ড স্যানেটারিজ ,মাক্স) তুলে দেন । এভাবে ৪০ টিরও অধিক মসজিদে তিনি এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ।
কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের উদ্যেগে বিভিন্ন মসজিদে সাস্থ্য সুরক্ষা সাগ্রী বিতরণ
