মাদারীপুরের শিবচর উপজেলায় জমে উঠেছে ঈদের বাজার। বিক্রিতে ব্যস্ত বিক্রেতারাও। জামা-কাপড় থেকে শুরু করে জুতা-স্যান্ডেলের দোকান সর্বত্রই এখন ভিড়।
এরই মাঝেই এক ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ চোখে পড়ার মতো।
মাদারীপুরের শিবচর পৌর বাজারের খলিফা পট্টিতে ‘কিডস ক্লাব’ নামের বাচ্চাদের জুতা-স্যান্ডেল ও পোশাকের দোকানের সামনে ঝুলছে হাতে লেখা একটি বিজ্ঞপ্তি। তাতে লেখা
“কেনার সামর্থ্য যাদের নেই তাদের জন্য বিনামূল্যে বিতরণ”
দোকানের সামনে আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে বাচ্চাদের জুতা-স্যান্ডেল। রয়েছে প্যাণ্ট ও টি শার্টও।
২০১৬ সালে প্রথম শুধুমাত্র বাচ্চাদের পোশাক ও ফুটওয়্যার নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শিবচরে শুধুমাত্র বাচ্চাদের জন্য এ ধরণের দোকান দ্বিতীয়টি নেই। তাই রোজার প্রথম থেকেই বেশ ভিড় রয়েছে দোকানটিতে।

এরই মধ্যে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও পথ-শিশুদের বিনামূল্যে বিতরণের জন্য প্রায় তিন হাজার পিচ জুতা-স্যান্ডেল আলাদা করে রেখেছে কর্তৃপক্ষ।
‘কিডস ক্লাব’ এর সত্ত্বাধিকারী তানজিল আহমেদ খান জানান, ঈদ উপলক্ষে নতুন পোশাক, জুতা-স্যান্ডেল কিনতে সবাই ব্যস্ত ।
শুধু ধনীরাই নন, খেটে খাওয়া মানুষগুলোও তাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক কেনার চেষ্টা করেন ।
কিন্তু তারপরও আমাদের সমাজে এমনও দরিদ্র মানুষ আছে যারা ঈদে একটা জামা বা স্যান্ডেল কিনে দিতে পারেন না সন্তানদের জন্য। পথ শিশুরা দোকানে দোকানে ঘুরে বেড়ায়। তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। তাদের জন্যই এই ব্যবস্থা।
তিনি আরো বলেন, অসচ্ছল পরিবারের শিশুদের মুখে যেন হাসি ফোটে। সেই বিষয়টি চিন্তা করেই তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জুতা-স্যান্ডেল দেবার ব্যবস্থা করেছি। প্রায় তিন হাজার পিচ পণ্য রাখা ছিল।
বেশ সাড়া পড়েছে। আমি আনন্দিত এ সকল বাচ্চাদের জন্য কিছু করতে পেরে।
ঈদ বাজার করতে আসা একাধিক মানুষ জানান, এ ধরনের ব্যবস্থা প্রথম দেখলাম। ভিন্ন এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। সমাজে হতদরিদ্রদের সহায়তায় তার মতো আরো ব্যবসায়ীদের এগিয়ে আসা উচিত।