মানবিকতার অনন্য দৃষ্টান্ত , কমলনগরে অসহায় বৃদ্ধাকে ঘর দিলেন ইউএনও

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। ফেইসবুকে পোষ্ট দেখে নদীভাঙা অসহায় বৃদ্ধা  জহুরা বেগমের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের ব্যবস্থা করেন । রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর লরেন্স   আশ্রয়ণ কেন্দ্রে উপকারভোগী বৃদ্ধাকে ঘরটির মালিকানা বুঝিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান , উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) পুদম পুষ্প চাকমা,  ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ আরো অনেকে ।  ঘর পেয়ে খুশিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন জহুরা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, ফেসবুকে অসহায় জহুরা বেগমের একটি পোস্ট আমাকে আবেগে আপ্লুত করে । তদন্ত করে দেখলাম ঘটনাটি সত্যি । তার স্বামী সন্তান কেই নেই ,এমন পরিস্থিতিতে আমি নদীভাঙা অসহায় বৃদ্ধার জন্য সরকারের পক্ষ থেকে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেই।

how do you feel about this website ?

%d bloggers like this: