গর্ভবতী ভাতার আবেদন ২০২৩ (তথ্য ও নীতিমালা)

গর্ভবতী ভাতা ২০২৩

পল্লী অঞ্চলের দরিদ্র গর্ভবতী মায়েদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য ২০০৭ -০৮ অর্থ বছর হতে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়।

দীর্ঘ ১৯ মাস মাতৃত্বকালীন ভাতা / গর্ভবতী ভাতা বন্ধ থাকার পর মা ও শিশু সহায়তা কর্মসূচির নতুন আবেদন নেওয়া শুরু হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে সারা দেশে নতুন ভাতাভোগী নিতে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। এ–সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে ১১ জানুয়ারি।

মহিলা-বিষয়ক অধিদপ্তরের এই কর্মসূচির আওতায় দরিদ্র অন্তঃসত্ত্বা মায়েরা গর্ভধারণ থেকে সন্তান জন্মদানের পর তিন বছর পর্যন্ত মাসে ৮০০ টাকা ভাতা পান। নতুন তালিকায় এইবার প্রথমবারের মতো সিটি কর্পোরেশনে, পৌরসভার সব কটি ওয়ার্ডে নির্দিষ্ট-সংখ্যক দরিদ্র নারী তালিকাভুক্ত হবেন। একজন মা ৩৬ মাস পর্যন্ত প্রতি মাসে ৮০০ টাকা ভাতা পাবেন। অনলাইনে নিবন্ধন হওয়ায় ভাতা-প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুল হবে।

মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য:

১. SDG ঘোষিত লক্ষ্য অনুযায়ী মা ও শিশু মৃত্যুহার হ্রাস ও মানব সম্পদ উন্নয়ন।
২. মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি ।
৩. গর্ভাবস্থায় পুষ্টি উপাদান গ্রহণ উৎসাহিতকরণ ।
৪. প্রসব ও প্রসবোত্তর সেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ।
৫. ইপি আই ও পরিবার পরিকল্পনা গ্রহণের হার বৃদ্ধি।
৬. যৌতুক , তালাক ও বাল্যবিবাহ প্রবণতা রোধ।
৭. জন্ম নিবন্ধন উৎসাহিতকরণ ।
৮. বিবাহ নিবন্ধন উৎসাহিতকরণ ।

গ্রামীণ এলাকায় ২০০৭-০৮ অর্থবছরে চালু ‘মাতৃত্বকালীন ভাতা’ এবং শহর এলাকায় ২০১০-১১ অর্থবছরে চালু ‘কর্মজীবী মায়েদের জন্য ল্যাকটেটিং ভাতা’ কর্মসূচিকে মিলিয়ে ২০১৯-২০ অর্থবছরে নতুন করে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ চালু করা হয়। এ অর্থবছর (২০২২-২৩) থেকে দুই লাখ ভাতাভোগী বাড়িয়ে মোট ১২ লাখ ৫৪ হাজার মাকে ভাতা দেওয়ার ঘোষণা রয়েছে।

অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম ২০২৩

বছরের জুলাই মাসে গর্ভবতী থাকা অবস্থায় মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে হয়। মেডিকেল রিপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ গর্ভবতী প্রমানকসহ ইউপি বা পৌরসভায় ভাতা প্রাপ্তির শর্তপূরণ করে আবেদন ফরম পূরণের মাধ্যমে গর্ভবতী ভাতা বা কার্ডের জন্য আবেদন করতে হয়।
গর্ভবতী ভাতার জন্য এখন অনলাইনে আবেদন করা যাচ্ছে। আপনি বা আপনার পরিবার যদি গর্ববতী হয়ে থাকেন তবে এখনই অনলাইনে ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করে
ইউপি অথবা পৌরসভায় যোগাযোগ করুন।
গর্ভবতী ভাতার অনলাইনে আবেদন লিংক: 103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration

 

অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম যেভাবে করবেনঃ

http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration
উপরের লিংক এ ওয়েবসাইটের হোম পেজ থেকে অনলাইন আবেদন অপশনে ক্লিক করুন।
এরপর যে মহিলার গর্ভবতী মহিলা কার্ড করার জন্য আবেদন করবেন সেই মহিলার জাতীয় পরিচয় পত্র ও ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
আবেদনকারী মহিলার স্থায়ী বর্তমান ঠিকানা প্রদান করুন।
সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্র জমা দিন।

 

মাতৃত্বকালীন ভাতা আবেদন করতে কি কি লাগবে?

একজন মহিলা শুধু প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য গর্ভবতী কার্ড করতে পারবে।
প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)।
বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে।
মোট মাসিক আয় ২,০০০/- টাকার নিম্নে।
দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।
কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।

গর্ভবতী ভাতা কত টাকা ২০২৩?

একজন গর্ভবতী মা ৩৬ মাস পর্যন্ত প্রতি মাসে ৮০০ টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা পাবেন।

 

how do you feel about this website ?

%d bloggers like this: