চর-লরেঞ্চ ইউনিয়নের অল্প সময়ে অধিক সেবা নিশ্চিত করেছেন চেয়ারম্যান হিরন

নিজস্ব প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর জেলার ০৩ নং উত্তর চর-লরেঞ্চ ইউনিয়ন পরিষদ লক্ষ্মীপুর জেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ হিসেবে পরিচিত। চর- লরেঞ্চ ইউনিয়নে অল্প সময়ে অধিক সেবা নিশ্চিত করেছেন বর্তমান চেয়ারম্যান এ.এইচ.এম আহসান উল্যাহ হিরন। এই ইউনিয়নে জন্ম নিয়েছেন অনেক গুনিজনরা । শিক্ষিতের হার আগের ছেয়ে অনেকটা এগিয়ে সামাজিক , সাংষ্কৃতিক , ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া জাগিয়ে জেলার কাছে পরিচিতি এই ইউনিয়ন । ০৩ নং চর-লরেঞ্চ ইউনিয়ন বর্তমানে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় অবস্থিত। রাজনীতির মাঝে তিনি এলাকায় বিভিন্ন রকম সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন । চেয়ারম্যান নির্বাচিত হবার পর পূর্ণভাবে এলাকার জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের দায়িত্ব পালন শুরু করেন। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ.এইচ.এম আহসান উল্যাহ হিরন একজন সফল চেয়ারম্যান , যিনি অল্প সময়ে ইউনিয়নের জনগনের চাহিদা , ইউনিয়নের উন্নয়ন সহ বিভিন্ন সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন । নাম এ.এইচ.এম আহসান উল্যাহ হিরন জন্ম ০৩ নং চর-লরেঞ্চ ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে । তিনি বংশগত একজন আওয়ামী পরিবারের সন্তান । ছাটবেলা থেকে মুজিরেব আদর্শকে বুকে ধারন করে দীর্ঘ সময় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন । তিনি অত্যান্ত সাহসী , মেধাবী একজন মানুষ । মুজিবের আদর্শের আওয়ামীলীগের একজন লড়াকু সৈনিক। আওয়ামীলীগের রাজনীতি যখন চ্যালেঞ্জের মুখে ঠিক তখন থেকে মুজিবের আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন চর-লরেঞ্চ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজিবের আদর্শের আদর্শিত নেতা হিরন। দলের জন্য তৎ কালীন বিএনপির আমল এবং ওয়ান ইলেভেন এর সময় অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে দলের হাল ধরেছেন এই ত্যাগী নেতা । মুজিবের আদর্শকে লালন করে বাকি সময় ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে এই প্রাণের সংগঠনের জন্য কাজ করে যাবেন বলে তিনি জানান । ছাত্র জীবন থেকে আওয়ামীরাজনীতির সাথে সম্পৃক্ত হন । রাজনৈতিক জীবনে দায়িত্বে কখনো অবহেলা করেননি । বর্তমানে তিনি কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। চর-লরেঞ্চ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানের পদ শূন্য ঘোষনা হলে তিনি নির্বাচনে অংশগ্রহন করেন এবং বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হবার পর কোন শালিশ বৈঠকে কারো কাছ থেকে নিজে কোন ধরনের সুবিধা নেননা এবং কাউকে সুবিধা নিতেও দেননা । তার অল্প সময়ের শাসন আমলে ইউনিয়নের সবছেয়ে বেশি উন্নয়ন হয়েছে বলে এলাকাবাসী জানান। তিনি কৃষি কাজে , বৃক্ষরোপন , মাছ চাষ, পশু পালন , এবং কুটির শিল্পে সবাইকে জোরালো ভাবে উদ্ভুদ্ধ করেন । তিনি অপরাধ দমনে ব্যাপক ভূমিকা রাখেন । সরকারের ইসতেহার রক্ষার্থে প্রতিটি ঘরে তিনি বিদ্যুৎ পৌঁেছ দিতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন । অসংখ্য রাস্তা , ব্রীজ , কালবার্ট নির্মান করেন। ইউনিয়নের জনগনের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখেন । তিনি সবসময় জনগনের পাশে থেকে জনগনের সাথে মিশে কাজ করতে পছন্দ করেন । দেশে যখন বাল্য বিবাহ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে ঠিক ওই সময় তার ইউনিয়ন বাল্যবিবাহ রোধে সফল হয়েছেন কারন ইভটিজিং বন্ধে তিনি ছিলেন সোচ্চার যে কারনে বাল্য বিবাহ বন্ধে তিনি সফল হতে পেরেছেন । তিনি সবার সম্মূক্ষে এলাকার চাহিদা অনুযায়ী বাজেট পেশ করেন । চেয়ারম্যান হিরন একজন ভালো সংগঠক তিনি ক্রীড়াতেও ভালো ভূমিকা রাখেন । এলাকায় যখন ছেলেরা খেলাধুলার আয়োজন করে তিনি কখনো তাদের নিরুৎসাহ করেননা কারন তিনি মনে করেন এরা যদি খেলাধুলার প্রতি মনোযোগী হয় তাহলে মাদক থেকে এরা দুরে থাকবে তাই সবসময় এলাকার ছাত্র ও যুবকদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ এবং ভালো কাজের প্রতি অনুপ্রেরণা দিয়ে থাকেন। তিনি মনে করেন চর-লরেঞ্চবাসীর একশত ভাগ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় আসলেই ০৩ নং চর-লরেঞ্চ ইউনিয়ন আগের তুলনায় অনেক পরিচ্ছন্ন ইউনিয়ন । ইউনিয়নের উন্নয়নের বিষয়ে চেয়ারম্যান হিরনের কাছে জানতে চাইলে তিনি ”দৈনিক নতুন দিনকে” বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন হবে এক একটি মডেল ইউনিয়ন । এই দেশের প্রতিটি গরিব মানুষ সব ধরনের সেবার আওতায় আসবেন তারই ধারাবাহিকতায় আমার দায়িত্বকালে যেটুকু সময় পাই চেষ্টা করবো ০৩ নং চর-লরেঞ্চ ইউনিয়ন কে আমি অত্যাধুনিক ইউনিয়ন হিসেবে তৈরি করার । আমি আমার ইউনিয়ন আওয়ামীলীগ , ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগ এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ইউনিয়ন এর উন্নয়ন কাজকে আরো শক্তিশালী করতে গতিশীল করার লক্ষ্যে এবং এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে জোরালো ভূমিকা রাখবো । মুজিবের আদর্শকে লালন করে বাকি সময় ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে এই প্রাণের সংগঠনের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। দীর্ঘ সময় আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হয়ে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সততা ও একনষ্ঠিতার সহিত যুক্ত রয়েছেন তরুন রাজনৈতিক নেতা চর-লরেঞ্চ ইউনিয়নের চেয়ারম্যান এ.এইচ.এম আহসান উল্যাহ হিরন । সরকারের গুরুত্বপূর্ণ সেবার মধ্যে হতদরিদ্র ভাতা , মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি , মুক্তিযোদ্ধা ভাতা , বিধবা ভাতা ,বয়স্ক ভাতা , প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রী ভাতা সহ বিভিন্ন ভাতার সঠিক তালিকা করে তারপর নিজে যাচাই বাছাইয়ের মাধ্যমে সেবা দিয়ে থাকেন। মেহনতি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, সন্ত্রাস দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে এলাকার মানুষের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান হিরন।

how do you feel about this website ?

%d bloggers like this: