লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ছাত্রনেতা আশরাফুল আলম এবং তার বাল্যবন্ধুদের উদ্যোগে ২২ মে শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর শহরে ইফতার বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর শহরের বাস-টার্মিনাল থেকে শুরু করে উত্তর তেমুহনি,মেইন বাজার,দক্ষিণ তেমুহনি, মিয়ারাস্তার মাথা,ঝুমুর,মাদাম,বাগবাড়িসহ মেইন রোডে দুইশত রোজাদার ভ্যান চালক,রিক্সা চালক, পিক-আপ চালক,নৈশপ্রহরি,ডিউটি পুলিশ,সবজি বিক্রেতা,ভিক্ষুক এবং পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
আশরাফুল আলম বলেন, আমরা বাল্যবন্ধুদের সমন্বিত উদ্যোগে করোনা ঝুঁকি নিয়েও মানবতার সেবায় আজ ২’শতাধিক অসহায়,পথচারীদের মাঝে বিরয়ানী বিতরণ করেছি এবং ভবিষ্যতেও আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াত, ছাত্রনেতা শরীফ, আলম, রুবেল। যুবনেতা সাগির সহ তারেক, পাভেল, মিঠু, কাউছার, ইউসুফ, বাবু, সারোয়ার, মোহন, রাজীব, সঞ্জু, পারবেজ সহ আরো অনেকেই।