জাতীয়করনের দাবিতে লক্ষ্মীপুরে মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : চাকুরী জাতীয়করনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক সফর উপলক্ষে লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে শহরের টাউনহলে জেলার সকল উপজেলার মাধ্যমিক শিক্ষকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় নেতা এবং জেলার শিক্ষকরা বেসরকারি ও মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবি তোলেন। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে¡

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ কাউছার আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন।

how do you feel about this website ?

%d bloggers like this: