লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

ডালিম কুমার দাস টিটু : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্মীপুরে এবার ২ লাখ ৯৮ হাজার ২৯৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।এসময় সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার জানান, আগামী ১১ ডিসেম্বর শনিবার থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ৫টি উপজেলার স্থায়ী-অস্থায়ী মোট ১ হাজার ৪৮১টি কেন্দ্রে ৩ হাজার ৫৯৩ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াতে নিয়োজিত থাকবেন।

৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৩৪০ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল, আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৪ হাজার ৯৫৭ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সভিল সার্জন।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা এ এইচ এম ফারুকসহ স্থানীয় সাংবাদিকরা।

how do you feel about this website ?

%d bloggers like this: