নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তোরাবগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীক বিরোধীদের হামলার শিকার হন লক্ষীপুর জেলার আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু । এই হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন সহ তিব্র নিন্দা প্রকাশ করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা । তেমনি ১৮ নং কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিুরুল আমিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেস করা হয় । বিক্ষোভ সমাবেস থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা । এ সময় কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমাদের অভিবাবক তার ওপরে হামলা আমরা কখনো মেনে নিবোনা । যে হামলা করেছে তাকে অতিসত্বর আইনের আওতায় আনা উচিত । সেই সাথে এই নেক্কার জনক ঘটনার তিব্র নিন্দা জানান তিনি । এছাড়া উপস্থিত ছিলেন জেলা ,উপজেলা আওয়ামীলীগের ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা।
জেলা আওয়ামীলীগের সভাপতির ওপর হামলার প্রতিবাদে কুশাখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
