নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে পৌর আওয়ামী লীগ।মিছিলটি মাদাম থেকে শুরু হয়েছে বাজার প্রদক্ষিণ করে। মিছিল থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ মান্না ভূঁইয়া, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ, শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক ইউসুফ পাটোয়ারী প্রমুখ।প্রসঙ্গত, সোমবার (২১ জুন) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউপি নির্বাচন চলকালীন সময়ে তোরাবগঞ্জ বাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা করে কাচ ভেঙ্গে ফেলা হয়।হামলার ঘটনায় তোরাগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনকে দায়ী করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। এ সময় তার সাথে থাকা ৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ
