Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Homeজাতীয়রামগতিলক্ষ্মীপুর

ডাকাত আতঙ্কে পুরো উপজেলা গ্রেপ্তার দুই

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুই ডাকাত সদস্য আটক পর রাত্রে উপজেলার প্রায় কয়েকটি গ্রামে মসজিদের মাইকে ডাকাত প্রবেশের আবাস ও  জনসাধারণকে সতর্কতা থাকার আহ্বান করা হয়।এতে জন- সাধারণ আতঙ্কিত হয়ে পড়েন, আবার কেউ রাত্রিযাপন করে নিজ সম্পদ আগলে রাখা চেষ্টা করার খবর পাওয়া গেছে।

উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ গত  রোববার সন্ধা  (২২ জানুয়ারি) রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের দু’টি দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-আলেকজান্ডার ইউনিয়নের বালুচর গ্রামের হাবিব মিস্ত্রি বাড়ির নুর আজমের ছেলে মো. শহীন (২৫) এবং চর নেয়ামত গ্রামের সুফিরহাট এলাকার রেজাউল হকের ছেলে মো. সাহেদ (৩০)।

আবার  এই ঘটনাকে গুজব বলে সোশ্যাল মিডিয়া নিজ  আইড়িতে এড.  রিপন পাটওয়ারী, ইমতিয়াজ আহমেদঅন্তর  ব্যাক্ত প্রকাশ করে বলেন

বিবিরহাট বাজার ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন জানান গত রাত আমার পরিবারের কেউ ঘুমাতে পারে নাই সবাই ভয়ে রাত কাঁটাতে হয়েছে তবে মাইকিং কারণে মানুষ বেশি আতঙ্কিত হয়েছে আবার সচেতন হয়েছে।

ঐ গভীর রাতে পুলিশের একটি টিম বিবিরহাট বাজারে পরিদর্শন করেন  পুলিশ সূত্র জানায়, রোববার রাতে রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের বটতলা জনতা বাজার সংলগ্ন একটি জমিতে অস্ত্র নিয়ে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দু’জনকে হাতে নাতে অস্ত্রসহ আটক করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটক দু’জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানান যে, তাদের সঙ্গে মো. আলমগীর, বেলাল, স্বপন, আজম, টুটুল ও হারুনসহ কয়েকজন ছিলেন। তাদেরও মামলায় আসামি করা হয়েছে।আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

how do you feel about this website ?

Back to top button
%d bloggers like this: