সবুজ সাহা লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হাসনাইন(২৫) নামে এক গার্মেন্টস মার্কেটিং এস আর মৃত্যু হয়েছে। হাসনাইন রামগতি উপজেলা চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার চৌকিদার বাড়ির মােঃ সাববু একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা যায় বিকাল ৪ টা ত্রিশ সময় মার্কেটিং কাজে রেলস্টেশন পাশে অপেক্ষা করেন। এতে অপরদিক থেকে আসা ট্রেন হাসনাইনকে ধাক্কা দেয় এতে হাসনাইন গুরুতর আহত হন, পরে স্থানীয়রা তাকে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করে।
হাসনাইন ভাই হেলাল আজকের সংবাদকে জানাই আমার ভাইয়ের লাশ অপেক্ষা আছি এবং লাশের সকল কাজ তার কোম্পানি শেষ করে আমাদের হাতে হস্তান্তর করবেন।এরপর তাদের গ্রামের বাড়িতে ধাপন করা হবে।