দিনব্যাপী লক্ষ্মীপুরে সদর উপজেলা কতৃক প্রানীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডালিম কুমার দাস টিটু ঃ “পুষ্টি, মেধা, দারিদ্র, -প্রানী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রানীসম্পদ প্রদর্শনী হয়েছে। শনিবার (৫ জুন) সদর উপজেলার পশু হাসপাতালের ভিতরে  মাঠে উপজেলা প্রানী সম্পদ ও ভেটেরেনারি হাসপাতাল উপজেলা প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনী হয়েছে।এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা গুলোতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।এ মেলায় গাভী, ষাড়, মহিষ, ঘোড়া, বকনা, বিভিন্ন প্রজাতির ছাগল,উন্নত প্রজাতির পাখি ও প্রানী প্রজক্তি ইত্যাদির ৩০টি স্টল স্থান পেয়েছে। বিকালে সমাপনি অনুষ্ঠান শেষে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারি খামারিদের পুরস্কারের পাশাপাশি সকল অংশগ্রহনকারি খামারিদের বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।এসময়  উপজেলা প্রানী সম্পদ  কর্মকর্তা ডাক্তার যোবায়ের হোসেন এর সঞ্চালনায় ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আঈয়ুব মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান একেএমসালাহ উদ্দিন টিপু , ভাইস চেয়ারম্যান  রহমত উল্যাহ বিপ্লব সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমূখ।ডাক্তার যোবায়ের হোসেন  বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা সহ  দেশের ৪৬৫টি উপজেলায় একযোগে এ প্রদর্শনী হয়েছে। কৃষক ও খামারিদের উৎসাহিত করার লক্ষে ও জনসাধারনের জন্য প্রানীজ আমীষ সরবরাহ নিশ্চিত করার জন্য এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। আর এ মেলার লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে  প্রানী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। দুগ্ধজাত পন্যের গ্রাহক সৃষ্টি করা। দুগ্ধ খামারি ও উদ্যোগতাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি আধুনিক ব্যবস্থাপনা পরামর্শ প্রদান করা ইত্যাদি। অনুষ্ঠানে  খামারী , এলএসপি , এলডিডিপি ,এলএলএফরা উপস্থিত ছিলেন।

how do you feel about this website ?

%d bloggers like this: