সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এ স্লোগান নিয়ে চট্রগ্রাম জেলার সুন্দ্বীপ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৪ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হয়ে ১৫ তারিখ বুধবার বিকাল ৫টা পর্যন্ত চলে। অনুৃষ্ঠানে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাহফুজ রহমান মিতা মাননীয় সংসদ সদস্য (চট্রগ্রাম -৩) বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহিন উদ্দিন মিশন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব সভাপতি সহ প্রমুখ ।অনুৃষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা হচ্ছে ২দিনব্যাপী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের স্মার্ট করতে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সাথে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা জেসি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এতে উপজেলার সবকয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
(বাদল রায় স্বাধীন)