নির্মীত হলো গাজি আপেল মাহমুদের ”বিশ্বাস ঘাতক”

নিজস্ব প্রতিবেদক ঃ নির্মীত হলো গাজি আপেল মাহমুদের “বিশ্বাস ঘাতক” ।  গাজি আপেল মাহমুদের রচনা এবং পরিচালনায় নাটকটি শুক্রবার রামপুরা নিজস্ব হাউজে শুটিং করেন । বিশ্বাস ঘাতক নাটকটি দর্শক মনে সাড়া জাগাবে বলে ধারণা করেন নির্মাতা । অন্যদিকে প্রথমবারের মত নির্মাতা আপেল মাহমুদের নাটকে কাজ করলেন অভিনেতা ডালিম কুমার দাস টিটু । অভিনেতা ডালিম কুমার দাস টিটু জানান, অসাধারণ একটি গল্প । বর্তমান সময়ে বন্ধুকে বিশ্বাস করেও নিস্তার মেলেনা । যে বন্ধুকে প্রাণের ছেয়ে বেশি ভালোবাসে সে বন্ধু নিজের বোনকে অপহরণ করে নির্যাতন করে । এভাবেই গল্প এগোতে থাকে। নির্মাতা আপেল মাহমুদ বলেন, অভিনেতা ডালিম কুমার দাস টিটুর সাথে এটাই আমার প্রথম কাজ । এই নাটকে  বর্তমান সময়ের বন্ধুত্ব , বিশ্বাসের অমর্যাদা এবং বিশ্বাস ঘাতকতা প্রকাশ পেয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের ভালো লাগবে । পরিচালনার পাশাপাশি নাটিকটিতে বন্ধুর চরিত্রে অভিনয় করলেন গাজি আপেল মাহমুদ ,ডালিম কুমার দাস টিটু এবং বোনের চরিত্রে অভিনয় করলেন অজান্তা

how do you feel about this website ?

%d bloggers like this: