লক্ষ্মীপুরে আজ দশমী পুজার মধ্য দিয়ে শেষ হবে বাসন্তী পূজা

 

লক্ষ্মীপুর প্রতিনিধি : অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করছেন। পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও দূর্গা পুজা এবং বাসন্তী পূজার রীতি প্রায় একই। বসন্ত কালে দেবী দুর্গার পূজা শ্রী শ্রী বাসন্তী পূজা নামে হয়। এবারে দেবী দূর্গা দোলায় আগমন করবেন এবং গজে গমন করবেন। লক্ষ্মীপুরে এই প্রথম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পুজার আয়োজন করেছে সমসেরাবাদ দূর্গাপুজা কমিটি। বৃস্পতিবার (৭ এপ্রিল) বিল্লষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাসন্তী পুজা । ঢাকের তাল আর আলোক সজ্জায় উৎসবে রঙ্গিন ছিলো লক্ষ্মীপুর শহর । একটি মাত্র মন্ডপ থাকায় মন্ডপে ছিলো ভক্তবৃন্দের উপছে পড়া ভিড় । প্রশাসনিকভাবেও ছিলো বিশেষ নিরাপত্তা । আজ সমবার (১১ এপ্রিল) মহাদশমী পুজার মধ্য দিয়ে বিসর্জণ দেয়া হবে দেবী দূর্গাকে। আগামী বছর বাসন্তী পুজাকে আরো সুন্দর করতে সবার সহযোগিতা কামনা করেন সমসেরাবাদ পুজা উদযাপন কমিটি । পুজা উদযাপন কমিটির নেতা ঝন্টু দেবনাথ জানান , লক্ষ্মীপুরে এই প্রথম বাসন্তী পুজার আয়োজন করি আমরা । সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পুজার সমাপ্তি ঘটে আজ বিসর্জনের মধ্য দিয়ে পুজা শেষ হচ্ছে । সবার সহযোগিতা নিয়ে আগামী বছর আরো বড় পরিসরে বাসন্তি পুজার আয়োজন করার প্রত্যয় ব্যাক্ত করেন এই আয়োজক ।

 

how do you feel about this website ?

%d bloggers like this: