লক্ষ্মীপুরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

ডালিম কুমার দাস টিটু ঃ ”পুষ্টির পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের টেকশই দুগ্ধ শিল্প” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে যথাযোগ্যভাবে ”বিশ্ব দুগ্ধ দিবস”- ২০২২ পালিত হয়। (০১ মে) বুধবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে একই জায়গায় এসে মিলিত শেষ করে। পরে প্রাণী সম্পদ অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং রচনা লেখায় জেলার ১৫জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা । দিন ব্যাপী জেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম এবং শিশু ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা করা হয় । জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যোবায়ের হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারী কর্মকর্তা একেএম মোশারপ হোসেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান মিয়া রামগিত উপেজলার প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম , জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোঃ আমান হোসেন সেলিম প্রমূখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান

how do you feel about this website ?

%d bloggers like this: