নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে জনপ্রতিনিধি হিসেবে লক্ষ্মীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা পেলেন সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম । বৃহস্পতিবার (২৮ জুলাই) দালাল বাজার জমিদার বাড়িতে হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াক্ফ লিঃ এর সম্মানীত এমডি ড. হাকিম মোঃ ইউসুফ হারুন ভূঁঁইয়া ও উনার সহধর্মিণী বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও সমাজসেবক কামরুন নাহার হারুন পলিন এর উদ্যেগে স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকদের মিলনৎসব অনুষ্ঠানে চেয়ারম্যান নজরুল ইসলাম ,সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমারন হোসেনের হাত থেকে এই সম্মাননা গ্রহন করেন । তিনি একজন জননন্দিত ইউপি চেয়ারম্যান । অল্প সময়ে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এই চেয়ারম্যান । লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। পুরস্কার ভালো কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এই সম্মাননা এলাকার জনগনের প্রতি ভালোবাসা এবং ভালো কাজের গতি বৃদ্ধি করবে বলে আশা ব্যাক্ত করেন সংশ্লিষ্টরা।
জনপ্রতিনিধি হিসেবে সম্মাননা পেলেন চেয়ারম্যান নজরুল
