বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে কুরবানি দিলেন যুবলীগ নেতা ভায়েজীদ ভূঁইয়া

 ডালিম কুমার দাস টিটু ঃ   লক্ষ্মীপুরে  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে গরু কুরবানি দিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া । কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল খান নিখিলের নির্দেশনায় বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে একটি গরু কুরবানি দিয়ে  অসহায় পরিবারের মাঝে মাংসগুলো বিলিয়ে দেন  । লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া করোনার শুরু থেকে অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও তার ব্যাতিক্রম করেননি ।  একটা সময় নিজেও করোনা আক্রান্ত হলেন । সুস্থ হয়ে আবারো অসহায়দের সহযোগিতায় নেমেছেন । তিনি বলেন, বর্তমান করোনা মহামারিতে আমরা যদি গরিব অসহায়দের পাশে না দাঁড়াই তাহলে এই সংকটময় সময়ে তাদের খুব কষ্ট হবে তাই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি তাদের জন্য কিছু করতে । ইনশাল্লাহ করোনার শুরু থেকে তাদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ।  এসময় তিনি মাংস বিতরেণের পাশাপাশি মশলা সহ আনুসাঙ্গিক ক্রয়ের জন্য নগদ টাকাও দেন ।

how do you feel about this website ?

%d bloggers like this: