বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করায় লক্ষ্মীপুরের গুণী সাংবাদিক হেলালকে সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি :গুণী সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এতে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার, প্রিয় লক্ষ্মীপুর জেলা, সোল, লক্ষ্মীপুর লেখক-পাঠক ফোরাম, লক্ষ্মীপুর ফ্রেন্ডস সার্কেল, জনতা পাঠাগার এর পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী পরিবারের সহ-সভাপতি সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংবাদিক আজিজুল হক, মহিউদ্দিন মুরাদ, মীর ফরহাদ সুমন, নাজিম উদ্দিন রানা, শাকের মোহাম্মদ রাসেল, মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পনিচালক আব্দুর রহিম তুহিন চৌধুরী, সেইফ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক রাজু হাসান, ইউপি সদস্য মনির হোসেন সজিব। স্বেচ্ছাসেবী পরিবারের সাধারণ সম্পাদক তকী উদ্দিন মোহাম্মদ আকরামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী পরিবারের সদস্য রেজাউল হক রানা, মিজানুর রহমান, শংকর মজুমদার, মোহাম্মদ শাহীন আলম, ইসমাইল খান সুজন প্রমুখ।

 

 

 

 

 

 

 

how do you feel about this website ?

%d bloggers like this: