ডালিম কুমার দাস টিটুঃ দেশের প্রতিটি ক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া লেগেছে । তাই জনসাধারণের হয়রানি বন্ধে বাংলাদেশ পুলিশ অনলাইন জিডি ডকুমেন্টারি চালু শুরু করেছে। বুধবার (২১ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন জিডির কার্যক্রম উদ্বোধন করেন । সাধারণের জনগনের কাছে এই সুবিধার বার্তা পৌঁছে দিতেই এই ডকুমেন্টারি তৈরির উদ্যেগ নিলেন বাংলাদেশ পুলিশ । ডকুমেন্টারিটি নির্মান করবেন এই সময়ের জনপ্রিয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী আপেল মাহমুদ । এরিমধ্যে তিনি নির্মাণ করলেন বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি ডকুমেন্টারি। বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম এনালগ থেকে ডিজিটালি রূপান্তরিত করছেন। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের ভোগান্তি ও কষ্ট লাগবে অনলাইন জিডি সুবিধা চালু করেছে। এখন আর কোন আবেদনকারীকে থানায় গিয়ে জিডি করা লাগবেনা সে তার যেকোনো অবস্থান থেকে অনলাইনের মাধ্যমে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ ব্যবহার করে যেকোনো ধরনের জিডি করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে জিডির সুবিধা পাবেন। জনগনের সুবিধার কথা ভেবে অনলাইন জিডি হচ্ছে বাংলাদেশ পুলিশের নতুন সংযোজন । এই ডকুমেন্টারিটি সাধারণ মানুষ অনলাইন জিডির বিষয়ে ব্যাপক ধারণা পাবেন এবং পুলিশ অনলাইন জিডি ব্যবহার সম্পর্কে অবগত হবেন। নির্মাতা গাজী আপেল মাহমুদ বলেন , আমি দীর্ঘ সময় নিয়ে এই ডকুমেন্টারিটি বেশ যত্ন সহকারে তৈরি করেছি । এই ডকুমেন্টারিতে আলোচক ও অভিনয় শিল্পী হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং মন্ত্রী মহোদয়। আইজিপি ড. বেনজীর আহমেদ (বিপিএম-বার) এর নির্দেশনায় অনলাইন জিডির ডকুমেন্টারি নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন -ডিআইজি শাহ আলম ।ডিআইজি। বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার। সহযোগিতায় ছিলেন এ এস আই জুয়েল। এবং পরিচালনা করেছেন – গাজী আপেল মাহমুদ । শ্রেষ্ঠ পরিচালক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও পরিচালক গাজী আপেল মাহমুদ।
সময়ের ব্যস্ততম ও বৈচিত্র নির্ভর গল্পের নির্মাতা গাজী আপেল মাহমুদ। প্রায় ২৫ বছর ধরে তিনি নাটক নির্মাণের সাথে জড়িত আছেন। এ পর্যন্ত তার রচনা ও পরিচালনায় অসংখ্য নাটক ও টেলিফিল্ম বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হয়েছে। তার মধ্যে জনপ্রিয় উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে- আড়াল,উই আর ব্যাচেলর, নির্বাসিত ভালোবাসা, অন্তরনিহিত ভালোবাসা, হৃদয় কাব্য, হিরো,জামাই জট,লাভ ফ্যাক্ট, বিলাই, দেবদূতের আগমন, পেইন প্রেমিকা,কাইজ্যা, ভুল বিকাশ,মিসকল, বিভ্রান্তি,অন্যরকম সুখের খোঁজে, ব্লাক চ্যাপ্টার ,চক্কর,বোঝাপড়া,সাইলেন্ট লাভ, ফিফটি ফিফটি,ধাঁধাঁ,তিন বাহু এককোণ,পয়জন,গন্ধ,ফাইসা গেছি,মন মাঝেতে রয়, মা তোর জন্য,ভাইরাল সোনা,জুয়ারী বউ,তুই আমার হবি,বউ শাশুড়ী,ল্যাম্প অফ ক্লান, মা, ইত্যাদি। নির্মাণ শেষ করেছেন ধারাবাহিক নাটক ছবির হাট,জলডাঙ্গা, চিটিংফিটিং, অজানা ভালবাসা ,উল্টোস্রোত,ঘুরপাক, সাদাকালো মেঘ, তিন টেক্কা,নালায়েক নায়ক , জ্বালাময়ি প্রেম,বেতাল, ভন্ড,ডেইলীসোপ লাইফ পার্টনার ডট কম, চলচ্চিত্র-হাওর বিলাস মাতম ।