ডালিম কুমার দাস টিটু ঃ ”বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস ২০২২। সমবার (০৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জেলা প্রশাসন এবং সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। জেলা সমাজ সেবা পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া ফারবিন। এ সময় জেলার ৮২ জন জটিল রোগির মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ এবং সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে অসহায় দুঃস্থ ৩২ জনের মাঝে ৫ হাজার এবং ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার সমাজ সেবার কর্মকর্তা এবং প্রতিবন্ধী অসহায় দুঃ¯রা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবস ২০২২ উদযাপন
