Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Home

২০২২- বাইক চালানোর আইন এবং যে কারনে মামলা খাবেন [?]

দিনে দিনে দেশে মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বাইক চালানোর আইন  / মোটরগাড়ি চালানোর আইন-কানুন না জানা , কিংবা আইন-কানুনকে তোয়াক্কা না করার প্রবণতাই এসব দুর্ঘটনার মূল কারণ।

জেনেনিন  ২০২২ সালে  বাইক চালানোর আইন এবং যে কারনে মামলা খাবেন –

একটি মোটরসাইকেলে সর্বমোট কতজন চলাচল করতে পারে?
– ২ জন ।

সড়ক পরিবহন আইন ২০১৮ সালের আইন অনুযায়ী বাইক নিয়ে বের হলে এবং এই বিষয়গুলি মেনে চললে , সহজে মামলা এড়ানো সম্ভব।

 

1. ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার , ট্যাক্স টোকেন , এই ৩টি পেপারের যে কোন একটি না থাকলে অবশ্যই পুলিশ মামলা দিবে এমন কি ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ থাকতে হবে।

2. বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার অথবা আপনি পরেছেন কিন্তু আপনার পিছে যে আছে সে ব্যবহার মামলা হবে।

3. সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন কিন্তু নাম ট্রান্সফার বা পরিবর্তন করেননি। মামলা হবে।

4. লার্নার পেপার আছে কিন্তু পরীক্ষা, ছবি তোলা এবং ফিঙ্গার দেননি এখনো। মামলা হবে।

 

5. ট্রাফিক/রোড সিগনাল না মানলে এবং উল্টা পথে আসলে মামলা হবে।

6. ফুটপাথে মোটরসাইকেল চালালে এবং অবৈধ ভাবে প্যাকিং করলে মামলা দিবে ।

7. ব্রেক লাইট না জ্বললে, ইনডিকেটর লাইট ভাঙা বা না থাকলে, রাতে হেড লাইট না জ্বালালে মামলা হবে।

8. ড্রাইভ করার সময় মোবাইলে কথা বললে অথবা নেশা করে ড্রাইভ করলে মামলা হবে।

9. অনুমতি ব্যতীত বাইক মডিফাই করলে, রঙ পরিবর্তন করলে, VIP হর্ন ব্যবহার, ফগ লাইট ব্যবহার, হ্যালোজেন লাইটের জায়গায় LED হেডলাইট ব্যবহার করলে মামলা হবে।

10. বাইকে ২জন এর অধিক যাত্রী থাকলে মামলা হবে।

11. সরকারি কাজে বাধা সৃষ্টি/পুলিশ এর কাজে বাধা সৃষ্টি করলে মামলা হবে।

12. লুকিং গ্লাস/ সেফটি গ্লাস না থাকলে মামলা হয়।

13. লেফট লেন এর সঠিক ব্যাবহার না করলে মামলা হবে।

14. স্টপ লাইন সঠিক ভাবে না মানলে মামলা হবে।

15. মোটরযান আইনের বিধান অনুসারে ২০ বছরের নিচে কোনো ব্যক্তি পেশাদার চালকের আসনে বসতে পারবে না।

16. তারিখ অনুযায়ী পূর্বের মামলা নিষ্পত্তি না করলে মামলা হবে।

বাইক চালানোর সময় রাস্তায় পুলিশি ঝামেলা এড়াতে উপরের বিষয়গুলি মেনে চলতে হবে । রাস্তায় চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন ভঙ্গ করলে জরিমানা গুনতে হবে।

 

Related Articles

how do you feel about this website ?

Back to top button
%d bloggers like this: