ঈদের বিশেষ বিজ্ঞপ্তি – বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুর ।

বিপিডিবি লক্ষ্মীপুর

 

 

সম্মানিত পৌর লক্ষ্মীপুর পৌরসভার বিদ্যুৎ গ্রাহক-গনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের ছুটি কালীন সময়ে প্রি-পেইড মিটার সমূহের টাকা রি-চার্জ ও ভেন্ডিং কার্যক্রম বিদ্যুৎ অফিস ও ব্যাংক সমূহে বন্ধ থাকবে।

তাই সম্মানিত গ্রাহক-গনকে বিকাশ/রবি/গ্রামীনফোন মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোন সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ সহ প্রি-পেইড মিটারের টাকা রি-চার্জ করার জন্য অনুরোধ করা হইল।

প্রি-পেইড মিটারের অভিযোগ সংক্রান্ত প্রয়োজনে –
১। সাপোর্ট ইঞ্জিনিয়ার, জনাব সহিদুল ইসলাম রনি, মোবাইলঃ ০১৮২৩-৪০৯৪১২।
২। কমপ্লেনম্যান, জনাব মোঃ নাইমুল ইসলাম রিমন, মোবাইলঃ ০১৯৪৯-৯১৪০৪৯।
৩। কমপ্লেনম্যান, জনাব সুমন, মোবাইলঃ ০১৭২৪-৮৯৪৯১৯।
৪। প্রয়োজনে বিদ্যুৎ অভিযােগ কেন্দ্রের মোবাইলঃ ০১৭৫৯-৭৮৬৮৫৭।

 

 

 

how do you feel about this website ?

%d bloggers like this: