নিজস্ব প্রতিনিধিঃ ভালো কাজ করলে সমালোচনা থাকবেই। কাজের মাধ্যমেই সমালোচকদের জবাব দিতে হবে। স্বেচ্ছাসেবীরা আছে বলেই রক্তের অভাব হয় না। যারা স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে সমালোচনা করে আবার বিপদে পড়লে তারাই স্বেচ্ছাসেবীদের কাছে ছুটে আসে।
মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের বিনামূল্যে ৯’শ ব্যাগ রক্তদান উদযাপন ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
তিনি আরো বলেন, করোনাকালে স্বেচ্ছাসেবীরাই মানবিক কাজে এগিয়ে এসেছে৷ করোনায় লাশ দাফন, খাদ্যসামগ্রী বিতরন সহ নানান মানবিক কাজে তারা নিয়োজিত ছিলো। অথচ জনপ্রতিনিধিদের তখন দেখা যাই নি। তাই স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানাই। যেকোন প্রয়োজনে আমি স্বেচ্ছাসেবীদের পাশে থাকবো।
শাকচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তফাজ্জল হোসেন চৌধুরী টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা কেএম বাপ্পি কবির, ইউপি সদস্য কামরুল সরকার, সাইফ হোসেন সৌরভ, মনির হোসেন মিষ্টার, মনির হোসেন সজিব, মোঃ ফিরোজ, সমাজসেবক কাজী রেদোয়ান, সবুজ বাংলাদেশের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমুখ।
হোসাইন মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলো সংগঠনের পরিচালক মোঃ দেলোয়ার, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরীফ, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন হৃদয়, উদ্যোক্তা মনোয়ার হোসেন সৌরভ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস সহ অন্যান্য সদস্যবৃন্দ।