মধুমাসে লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ মধুমাসে লক্ষ্মীপুরে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে  হলিগার্লস স্কুলের ফল উৎসব অনুষ্ঠিত হয়।  হারিয়ে যাওয়া দেশীয় নানা জাতের ফলের সঙ্গে   বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি ঘটাতেই এই উৎসবের আয়োজন করলো প্রতিষ্ঠানটি।

শনিবার (১১ জুন)হলি গার্লসের শিক্ষার্থীরা বিভিন্ন  ফলের পসরা সাজিয়েছেন স্টল গুলোতে । প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া । এসময় বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন তিনি।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । উৎসবে শিক্ষার্থীরা আম, জাম, লিচু, কাঠাল, জামরুল, তরমুজ, পেয়ারা, পেপে, কলা, ডেওয়া, আশফলসহ প্রায় ৭০ প্রকার দেশীয় ফলের প্রদর্শনী করেন শিক্ষার্থীরা ।

শিক্ষকরা জানান , কালের পরিবর্তনে ধীরে ধীরে আমাদের ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে সেই সাথে হারিয়ে যাচ্ছে দেশীয় নানান জাতের ফল। তাই শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় ঘটাতে এমন আয়োজন করা হয়। এতে তারা একদিকে যেমন বাংলাদেশের ফল চিনবে অন্যদিকে ফলের গুনাগুন সম্পর্কে জানবে ।

শিক্ষার্থীরা বলেন, নানান জাতের ফলের সঙ্গে পরিচিত হচ্ছি আমরা। যে ফলগুলো বিলুপ্ত প্রায় সেই ফলগুলে এখানে প্রদর্শিত হয়েছে। আমরা অনেক খুশি এমন আয়োজনে । তাছাড়া কোন ফলে কি ধরণের ভিটামিন তাও আমরা জানতে পারছি । হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন বলেন, আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ফলের স্টল সাজিয়েছে । তারা নতুন নতুন ফলের সাথে পরিচিত হতে পেরে খুব খুশি।

প্রধান অতিথি মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম বলেন , কোমলমতি শিক্ষার্থীরা দেশীয় ফলের সাথে পরিচিত হচ্ছে হারিয়ে যাওয়া ফলকে তারা চিনতে পারছে । এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, অক্সফোর্ট মডেল কলেজের উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সমাজকর্মী রাজু আহম্মেদ সহ আরো অনেকে।

how do you feel about this website ?

%d bloggers like this: