নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছেন কমলগর উপজেলার মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুস । বৃহস্পতিবার গভির রাতে (২৮ অক্টোবর) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন তিনি । মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান রাত ২ টা থেকে ভোর ৭ টা পর্যন্ত মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয় । এসময় নদীতে কোন প্রকার জাল, জেলে ও নৌকা পাওয়া যায়নি । অতিতের অভিযানের তুলনায় এবারই সবছেয়ে সফল অভিযান করেছেন মৎস অধিদপ্তরসহ দায়িত্বরত সকল অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান । নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেছেন মা ইলিশ রক্ষার জন্য এবার ইলিশ সংরক্ষণ অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিপূর্বে যতো বছর গেছে আমাদের প্রতিটি পরিসংখ্যান এবার সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করা হয়েছে । আমরা প্রতিটি প্যারামিটারে এগিয়ে আছি। তিনিিআরো বলেন, এবারের অভিযানে ১২৭কোটি মিটার কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা ও সাড়ে ৪ হাজার অসাদু জেলেকে জেলেকে আটক করা হয়েছে। এবছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন তিনি।