ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে পৌর ইজিবাইক, অটো রিকশা ও মিশুক শ্রমিকদের নিয়ে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মতবিনিময় সভা করেছেন।
শনিবার (০২এপ্রিল) বিকেলে নিজ বাসভবনের সামনে অটো মিশুক শ্রমিক লীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইন্সফেক্টর প্রবীর কুমার দাস
এতে শহর ও শহরের বাইরে প্রায়ই ৫ শতাধিক অটোরিকশা ও ইজি বাইক শ্রমিকরা অংশ নেয়। শহর যানজট নিরসনে তাদের উদ্দেশ্যে মেয়র বলেন ,লক্ষ্মীপুর পৌর শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হহবে । সেক্ষেত্রে রমজানের শুরু থেকেই এ কার্যক্রম চালু হবে । শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি স্পটে নির্দিষ্ট করে দুই শিফটে প্রায়ই ১০০ ভলেন্টিয়ার কাজ করবে। যারা ট্রাফিকদের সহযোগিতা করবেন। তবে শহরের ওপরে চলাচল অটো ইজিবাইক প্রত্যেককে লাইসেন্সের আওতায় আনা হবে।