Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Home

যুবলীগ নেতা মেম্বার সুমন এর পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ শুভেচ্ছা

ডালিম কুমার দাস টিটু ঃ  ঈদুল ফিতর উপলক্ষে  লক্ষ্মীপুরবাসীকে ঈদের   শুভেচ্ছা জানিয়েছেন ৮ নং দত্তপাড়া ইউনিয়নের সফল মেম্বার যুবলীগ নেতা মেম্বার সুমন । মেম্বার সুমন করোনা  সামর্থ্য  অনুযায়ী  মহামারির মধ্যেও এলাকাবাসীকে সেবা ও সহযোগিতা দিয়ে আগলে রেখেছেন । নিজ ওয়ার্ডের জনগনকে  ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন ।সরকারের সকল সাহায্য সহযোগীতার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দরিদ্র মানুষগুলিকে । ঈদকে সামনে রেখে সরকারের সকল সুবিধা সুফলভোগিদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন । প্রসঙ্গত , এই ইউপি মেম্বার নির্বাচনে  নিজ ওয়ার্ডে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন । ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করার কারনে জনগনের প্রিয় হয়ে ওঠেছেন তিনি । এছাড়াও ইউপি মেম্বার হিসেবে রয়েছে যথেষ্ট প্রসংশা। দায়িত্ব পালনে কখনো অবহেলা করেননি এই মেম্বার। একজন সাহসী , মেধাবী মুজিবের আদর্শের আওয়ামীলীগের একজন লড়াকু সৈনিক মেম্বার সুমন খুবই সাধারণ ভাবে চলাফেরা করতে পছন্দ করেন। আওয়ামীলীগের রাজনীতি সক্রিয় করতে এবং মুজিবের আদর্শ প্রতিষ্ঠা করতে  যুবলীগ নেতা হিসেবে নিজ এলাকা এবং রাজপথে সাহসি ভূমিকা রেখেছেন তিনি । তার সাহসিকতা , যোগ্যতা এবং সততার কারনে আজ তিনি  যুবলীগের  অর্পিত  দায়িত্ব পালন করছেন। মেম্বার সুমন বলেন, মহামারি করোনার কারনে আজ মানুষ কোন এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হচ্ছে । জীবন জিবীকার তাগিদে মানুষ আজ হাতছানি দিয়ে খুজছে শান্তির নীড়। কবে যাবে এই মহামারি কবে আবার আগের সেই সুখ ফিরে আসবে সেই অপেক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করছে সবাই ।  আল্লাহ যেন এই মহামারি করোনা ভাইরাস থেকে সবাইকে হেফাজতে রাখে  ৮ নং দত্তপাড়া ইউনিয়নের পক্ষ থেকে আমি পুরো জেলাবাসীকে  ঈদুলফিতরের  শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । সেই সাথে করোনা মহামারীতে সবাই সাস্থ্যবিধি মেনে চলুন কারন সংকট মোকাবেলায় আমরা সবাই এক নৌকার যাত্রী । আমি আমাদের যুবলীগের আইকন জেলা যুবলীগের আহ্বায়ক , সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু  ভাইয়ের নির্দেশ মোতাবেক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আশা করি টিপু ভাইয়ের নির্দেশ মোতাবেক যুবলীগ মানুষ এবং মানবতার জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ।

Related Articles

how do you feel about this website ?

Back to top button
%d bloggers like this: