সবুজ সাহা (লক্ষীপুর) রামগতি প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর রামগতিতে নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী পৌঁছে দিতে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) । আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্য সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্য রামগতি উপজেলার হল রুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন তিনি । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শান্তুনু চৌধূরী,এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, রামগতি উপজেলার ২৭ হাজার ৯৯টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।