রামগতিতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী,শ্বশুরকে খুন

নিজস্ব প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে সুমন (৩২) নামে এক যুবক। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার ইটভাটার শ্রমিক।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রাশেদার মা আঙ্গুর বেগম (৪৫) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) হাসান মোস্তফা দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানায়, সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতেন।
ঘটনার দিন সন্ধ্যায় সুমন দুইজন লোকসহ মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে আসেন। একপর্যায়ে স্ত্রী রাশেদা, তার বাবা ও মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।এতে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা আবুল বাশারের মৃত্যু হয়েছে৷ রাশেদার মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

how do you feel about this website ?

%d bloggers like this: