সবুজ সাহাঃ রামগতি পৌর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাড এই কমিটির সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
১(ডিসেম্বর) রাত ১০টা পৌর ছাত্রলীগ নতুন করে সংগঠনকে শক্তিশালী করতে একনিষ্ঠভাবে কাজ করার লক্ষে সভাপতি পদে আব্বাস হোসেন ও মোঃ ফয়সাল মাহমুদকে সাধারণ সম্পাদক পদ দিয়ে আংশিক কমিটি ঘোষণা করেন ।সাথে এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি জমা দেওয়া নির্দেশ প্রধান করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের জরুরি সিদ্ধান্তে আগামী এক বছরের জন্য এসব আংশিক কমিটি গঠন করা হয়েছে। রামগতি পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস হোসেন বলেন, ছাত্রলীগের গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে।শহরে সংগঠনকে শক্তিশালী করতে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শে কাজ করবেন।