সবুজ সাহা , রামগতি ঃ ”মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্মীপুর রামগতিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবার নির্দেশনা অনুযায়ী বুধবার বিকালে রামগতি থানা এলাকার ১১টি বিটে একযোগে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং আলেম-উলামায়েগনসহ বিভিন্ন স্তরের জনগন । উপস্থিত বক্তার সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ ও পৌরসভা মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু । বক্তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, গুজব রটিয়ে অন্য ধর্মের মানুষের জানমালের ক্ষতি না করাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপরবক্তব্য দেন।