রামগতির চর-পোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে মন্দিরের সম্পত্তি থেকে বালু উত্তোলনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঃ রামগতি উপজেলার  ৩ নং চর- পোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরের সম্পত্তি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে । বালু তোলা অবৈধ তারপরও কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে এমন পরিস্থিতিতে যেখানে চেয়ারম্যান এর প্রতিবাদ করবে সেখানে চেয়ারম্যান নিজেই এমন অবৈধ কাজের সাথে সম্পৃক্ত । রামগতি উপজেলার ৩ নং চরপোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান  নুরুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অবৈধভাবে গুচ্ছগ্রামের নিতাই গৌর সেবাশ্রম মন্দিরের সম্পত্তি থেকে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এর নির্দেশক্রমে  তাৎক্ষণিক ভাবে  ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সহ রামগতি উপজেলা প্রশাসন। প্রসঙ্গত ,এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন রকম কাজের অনিয়মেরও অভিযোগ ওঠেছে। এমন কাজের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর জেলার বিশিষ্ট ব্যাক্তিরা । নাম প্রকাশে অনিচ্ছুক একািধিক ব্যাক্তি বলেন, চেয়ারম্যান দীর্ঘ দিন থেকে এলাকায় বালু উত্তোলনের সাথে জড়িত প্রভাবশালী হওয়ার কারনে কেউ ভয়ে মুখ খুলছেননা ।  বিষয়টি জানতে চেয়ারম্যান নুরুল আমিনের মুঠো ফোনে ফোন দিলে  তিনি বলেন, বালু যেখানে উত্তোলন হয় ওরা বলছে ওদের সম্পত্তির ক্ষতি হবে , মন্দিরের ক্ষতি হবে , তাই বালু উত্তোলন বন্ধ দিয়েছি , বালু তোলা অবৈধ তারপরওিআপনি প্রতিনিধি হয়ে কেন বালু তোলেন ? প্রশ্নের জবাবে তিনি বলেন, হাজার হাজার মানুষ তোলে আমরা তুলতে দোষ কি? আমরা তো বাধা দিই আর আমার বিরুদ্ধে অভিযোগ আসবেনা কার বিরুদ্ধে আসবে আমরাতো জনপ্রতিনিধি আমাদের বিরুদ্ধে অভিযোগ আসাটাই স্বাভাবিক । আরো উপস্থিত ছিলেন,  লক্ষ্মীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগতি উপজেলা ভূমি কর্মকর্তা,    লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শংকর মজুমদার,  রামগতি উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি উদয়ন মজুমদার ,   রামগতি উপজেলা যুব ঐক্য পরিষদ  এর সভাপতি রুপম দাস, সহ-সভাপতি রুবেল শীল, রামগতি উপজেলা যুব ঐক্য পরিষদ হৃদয় দাস সহ আরো অনেকে ।

how do you feel about this website ?

%d bloggers like this: