রায়পুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা ও  বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

 

ডালিম কুমার দাস টিটু ঃ  জেলার রায়পুর উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।  বুধবার (২৭ অক্টোবর) বিকালে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণারটির নাম ফলক উম্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন । উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর পরিকল্পনা ও বাস্তবায়নে এবং ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমনের সার্বিক সহযোগিতায় আধুনিক সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রায়পুৃর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল, ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।এসময় প্রধান অতিথি সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণারটি পরিদর্শন করেন।

একই দিন  সকালে রায়পুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।  সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। সভায় উপজেলার আইন-শৃংখলা ও বিভিন্ন উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

how do you feel about this website ?

%d bloggers like this: