ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুরের মানবিক ও মনুষ্যত্বের পরিচয় দানকারী যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপু । নিজের রক্ত দিয়ে অন্যের জীবন কয়জন বাাঁচাতে পারে কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে নিজের শরিরের রক্ত দিয়ে অন্যর জীবনকে সুন্দর করতে দৃড় প্রত্যয়ী লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু । জেলাব্যাপী এই নেতাকে যুবলীগের আইকনও বলা হয় । সমবার (২১শে ফেব্রুয়ারী) সরেজেমিনে উপশম হাসপাতালে গিয়ে দেখা যায় একজন সদ্য প্রসব হওয়া এক মাকে রক্ত দিয়ে তার জীবন রক্ষা করেছেন । এমন মানবিকতা রক্ত দাতাদের মধ্যে দেখা গেলেও নেতাদের মধ্যে খুব কমই দেখা যায় । তার এমন মহানুভবতা দেখে জনগন তার নেতৃত্ব এবং তার ব্যাক্তিত্বকে স্বাগত জানিয়েছেন।
মানবিক যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপু
