ডালিম কুমার দাস টিটু ঃ এই প্রথম লক্ষ্মীপুরে একটি ভিন্নধর্মী মহতি উদ্যেগ নিলেন এক প্রবাসী । ১২ জানুয়ারী (বুধবারে) লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেহান উদ্দিন পাটোয়ারী বাড়ি জামে মসজিদের সামনে আল্লাহর ৯৯ নামের মিনার উদ্বোধন করা হয়েছে ।
প্রবাসী নোমান খান এর উদ্যোগে এতে সমন্বয় করেন, স্থানীয় ধর্মীয় নেতা আবুল খায়ের, নোমান পাটোয়ারী, মোরশেদ মিয়াজী। মিনারটি নির্মিত হয় ইংরেজী, আরবি ও বাংলা ভাষায় ।
ইউপি চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী, জামাল হোসেন মিয়াজী, জহির খান সহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবদর্গের উপস্থিতিতে মিনারটির উদ্বোধন করেন রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ,
প্রবাসী নোমান খান জানান, আল্লাহর নামের প্রতি তার ভালোবাসা এবং সামাজিক ও ধর্মীয় অনুভূতি ছড়িয়ে দিতে এমন উদ্যেগ নিয়েছেন। এ সময় তার সাথে সহায়তাকারী অন্যান্য প্রবাসীদের ও নিজ প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ রক্ষায় এলাকার সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি।