লক্ষ্মীপুরে অর্ধশতাধিক অটিস্টিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা এ এফ জসিম উদ্দিন
লক্ষ্মীপুরে অটিস্টিক শিশুদের ক্রীড়া সামগ্রী বিতরণ

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে অর্ধশতাধিক অটিস্টিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও খেলা-ধূলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের একটি অটিজম স্কুলে এসব সামগ্রী বিতরণ করা হয় । আমরা ”ক”জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা ও আওয়ামীলীগ নেতা সবসময় ব্যাতিক্রমধর্মী ও সমাজ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছেন । মুজিবের আদর্শকে সবার মাঝে তুলে ধরতে ভিন্নভাবে , ভিন্ন আঙ্গিকে সৃজনশীল কাজের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরেন এই নেতা । কখনো শেখ মুজিবের আদর্শ নিয়ে কখনো বা প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে কখনো আবার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান করে থাকেন তিনি । লক্ষ্মীপুরে মুজিবের আদর্শের রাজনীতি বিশ্বাস করে , যিনি নব প্রজন্মকে উদ্বুদ্ধ করে ১৯৫২ এর ভাষা আন্দোলন ,১৯৬৯ এর গনঅভূত্থান ,১৯৭১ এর মুক্তিযুদ্ধ , ১৯৭৫ এর ১৫ ই
আগস্টে শেখ মুজিবের পুরো পরিবারকে নৃশংশভাবে হত্যা করা এবং ২০০৪ সালে ২১ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশে গ্রেনেড হামলার কথা তুলে ধরেন । তিনি এবারেও শেখ রাসেলের জম্ম বার্ষিকী উপলক্ষ্যে তার হাতে গড়া সংগঠন আমরা ক’জন মুজিব সেনার আয়োজনে জেলার অর্ধশতাধিক ইস্পেশাল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বিনোদনের জন্য নানানরকম খেলাধুলা সামগ্রী বিতরণ করেন । পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন আহমেদ। এসময় আরো ছিলেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম, কবি মুজতবা আল মামুন , লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
বক্তারা, অটিস্টিক শিশুদের প্রতীবন্ধী শিশু না বলে স্পেশাল চাইল্ড হিসেবে দেখে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।